Thursday, 4 March 2021

মমতা ব্যানার্জি বাংলার জন্য নিজেই আত্মনির্ভর ও একাই একশো

বেঙ্গলের বিজেপি অধ্যক্ষ দিলীপ ঘোষ ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে বিজেপি আগামী নির্বাচনে দুসোর বেশি সিটে যায় লাভ করবেন। 

 https://t.co/J8K11mDWQ8

জীবন যাত্রায় optimistic হওয়া ভালো, যারা টেনে টুনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেন তারাও বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নেবার পর ইউনিভার্সিটি তে টপ করার কথা ভাবেন আর এটা হলো optimisim ।

দিলীপ বাবু দাবি করেছেন যে উনারা গত পাঁচ বছর ধরে লাগাতার কাজ করছেন তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এত পরিশ্রম করার পরও বাংলার নির্বাচন জেতার জন্য পাইকারি দরে দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের আমদানি কেনো করছেন।

দিলীপ বাবু কি বলতে হবে যে মন্ত্রী সমুহ কে বাংলার মাটি তে আমদানি করে আনা হচ্ছে তারা গত সাত বছরে বাংলার উন্নয়নের জন্য কি করেছেন অন্য দিকে মমতা ব্যানার্জি বাংলার জন্য নিজেই একা একশো।

No comments:

Post a Comment