Tuesday, 30 March 2021

প্রথম দফার নির্বাচনে ৮৪ শতাংশ ভোট পড়ার কারণে বিজেপি এবং নির্বাচন কমিশন কে ক্ষেপিয়ে দিয়েছে

প্রথম পর্বের নির্বাচনের সময়, কিছু কিছু জায়গায় ছোট মোট ঘটনার খবর নিউজ চ্যানেল দেখা এবং শোনা গিয়েছিল তবে কোনও বড় মাপের হিংসার ঘটনার কোনও খবর পাওয়া যায়নি। 

তবুও নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ভোটারদের জমায়ত বা সংঘর্ষের ঘটনায় গুলি করার নির্দেশ জারী করেছেন তাতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

https://www.sundaytimeskolkata.com/blog/-Central-force-in-west-bengal-Assembly-election-2021-6061f474dc9fa

নির্বাচন কেন্দ্রের থেকে ২০০ মিটার দূরে আইন শৃঙ্খলা দেখার কাজ রাজ্যের পুলিশের উপর থাকে তবে কেনো নির্বাচন কমিশন ভোটারদের ওপর গুলি ছোড়ার আদেশ কেনো দিলেন

প্রথম পর্যায়ে, বিজেপি ৮৪ শতাংশ ভোট দেখে হতবাক হয়ে গেছে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন একটি অভদ্র আদেশ জারি করেছে।

যদি প্রথম দফার নির্বাচনে কোনো বড় মাপের হিংসার ঘটনা হতো তাহলে কি ৮৪ শতাংশ ভোট হতো কী উরান্ত কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ও টিভি জার্নালিস্ট এর ওপর লাঠি চালাতে দেখা গেছে।

সত্যি কথা বলতে ৮৪ শতাংশ ভোট হওয়াতে বিজেপি আর নির্বাচন কমিশনের মনের মধ্যে ভয় ঢুকেছে তাই ভোটারদের জমায়াতে কেন্দ্রীয় বাহিনী কে গুলী ছোড়ার নির্দেশ দিয়েছেন যাতে ভোটারদের মধ্য ভয়ের সঞ্চার হোক।

No comments:

Post a Comment